ঢাবি প্রতিনিধি:
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার পুন:নির্ধারিত তারিখ ঠিক করা হয়েছে।
গত ৪ জুন এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও ২৩ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়।
তখন বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, করোনাভাইরাস পরিস্থিতি ও চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধির কারণে আগামী ৪ জুন অনুষ্ঠিত হয় যাওয়া আইবিএর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ পরীক্ষার পরবর্তী তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এদিকে, পরিবর্তিত তারিখ অনুযায়ী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। আজ রবিবার (২০ জুন) দুপুরে আইবিএ এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা মহামারির কারণে সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের (আইবিএ) পরীক্ষা আলাদাভাবে হয়। করোনার কারণে এবার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভর্তি পরীক্ষার তারিখগুলো পেছানো হয়েছে। তাছাড়া আমরাও পিছিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আগামী ৩০ জুলাই আইবিএর ভর্তি পরীক্ষার পুন:নির্ধারিত তারিখ ঠিক করা হয়েছে। তাছাড়া ৩১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ কারণে আমাদেরটা আগে নেওয়ার সিদ্ধান্ত এখনও পর্যন্ত রয়েছে।
প্রসঙ্গত, আগামী ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো হবে ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত।




