থার্ডআই ডেস্ক:
আভাস মিলেছিল আগেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়া হলো সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গালি বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবেই আইসিসিকে জানিয়ে দিয়েছি, টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করা হবে। পরে বিস্তারিত তুলে ধরব। ’
এর আগে বিসিসিআই সচিব জয় শাহও সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিচ্ছি এবং আজ সন্ধ্যায় আইসিসিকে জানিয়ে দেওয়া হবে তা। সূচি পরে করা হবে। এখনো সূচি নিয়ে পুরো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই তা জানানো হবে। ’
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। ভেন্যু বদল হলেও আইসিসি আগেই নিশ্চিত করেছিল, মূল আয়োজক থাকবে ভারতই।
সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের আইপিএলের বাকি অংশও অনুষ্ঠিত হবে। আইপিএল ফাইনালের ঠিক দুদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। দুই টুর্নামেন্টের মাঝে মাত্র এক দিন সময়। ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল। আর ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।




