থার্ডআই ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিল থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইল্লার বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় বাড়ির অদূরে বিলের পাশে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়।
নিহত শিশুরা হলো- মো. হোসাইন (০৭), ডালাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং মোরসালিন (০৬), একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে।
নিহতদের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, সোমবার সকালে বাড়ির অদূরে বিলের পাশে খেলতে যায় হোসাইন ও মোরসালিন। এর পর আর তারা বাড়ি ফেরেনি। সন্ধ্যায় পুলিশকে বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার সকাল ৬টার দিকে ডালপা গ্রামের কোইল্লার বিলে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই।




