থার্ডআই ডেস্ক
করোনা মহামারিতে বিপর্যস্ত বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতেও ইউরোপের ১০টি উন্নত দেশের বাজারে টিভি রপ্তানি বাড়িয়েছে ওয়ালটন। ২০২০ সালে ইউরোপে আগের বছরের চেয়ে ১০ গুণ বেশি টিভি রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ইউরোপে ওয়ালটনের টিভি রপ্তানি চলতি বছরের প্রথম পাঁচ মাসেই (জানুয়ারি থেকে মে) গত বছরের রপ্তানিকে ছাড়িয়ে গেছে।
ইউরোপে টিভি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও দ্রুত গ্রাহকপ্রিয়তা বৃদ্ধিতে ওয়ালটনের অসাধারণ সাফল্য অর্জনের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টস। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে টেলিভিশন ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেন তিনি।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটনের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য সরবরাহের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।
ইউরোপে নিযুক্ত ওয়ালটনের বিজনেস হেড তাওসীফ আল মাহমুদ বলেন, ২০২১ সালের মধ্যে ইউরোপের ২০টি দেশে ওয়ালটন টিভির রপ্তানি বাজার সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে জন্য টিভির উচ্চ গুণগত মান বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।




