থার্ডআই ডেস্ক:

উচ্চরক্তচাপজনিত রোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলার হাজতি বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের হিরালাল দত্তের ছেলে দিপু দত্ত (৪৭) ৩০ জুলাই উচ্চরক্তচাপজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক দিপু দত্তকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন কারাগারের সহকারী সার্জন ডা. রাকিবুল আহসান।

তিনি জানান, শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩১ জুলাই মৃত্যুবরণ করেন দিপু দত্ত। তার লাশের সুরতহাল শেষে নিয়ম অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।