থার্ডআই ডেস্ক:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে তারা মারা যান। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গে নিয়ে ২ জন মারা গেছেন। করোনা পরবর্তী জটিলতা নিয়ে মারা গেছেন একজন।
এর আগের দিন এখানে মারা যান ১৪ জন।
এ নিয়ে চলতি মাসের ৩১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৩৫৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৪৯ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৭১ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের ২ জন, পাবনার একজন রয়েছেন। মৃত ৩ জন পুরুষ ও ২ জন নারী।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে একজনের বয়স ৬১ বছরের ওপরে এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন।