থার্ডআই ডেস্ক:

আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বলে জানিয়ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ইউরোপের তিন দেশ সফর নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপে কেউ কেউ বলেছে, বিবিসি বলেছে, আপনারা ইন্ডিয়া যেটা করবে, সেটা করবেন কি না? কিংবা পাকিস্তান যেটা করে, সেটা করবেন কি না? আমরা বলেছি যে, কে কী করল আমরা দেখব না। তিনি বলেন, আমাকে সবাই জিজ্ঞেস করেছে আমাদের কী পজিশন? আমরা বলেছি যে, আফগান ইস্যুটা আমরা এখনও পর্যবেক্ষণে আছি।

তারা বলছেন যে, নতুন সরকারকে আমরা স্বীকৃতি দেব কি না? আমরা বলেছি, তাদের অবস্থা দেখি। তাদের এটিচিউড, তাদের পলিসিস, তাদের প্রজেক্টস- এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেব।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা চাই আফগানদের উন্নতি হোক। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে। বৃহত্তর জনগণের ইচ্ছায় যদি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের উচিৎ তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে স্বাগত জানানো।
তিনি বলেন, আফগানিস্তান আমাদের সার্কের সদস্য।

তাদের সাথে আমাদের কিছু সম্পর্কও আছে, ঐতিহাসিক সম্পর্ক আছে। কিন্তু বিগত তালেবান সরকারের সময়ে আমাদের দেশের কিছু লোক ওখানে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমরা জিরো টলারেন্স, আমরা কোনো সন্ত্রাসীকে কোনোভাবে প্রশ্রয় দেব না। গত ৩০ অগাস্ট নেদারল্যান্ডস, জেনিভা ও যুক্তরাজ্য সফরের জন্য দেশ ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তিনি।