থার্ডআই ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী লাকি আক্তারকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে পোশাক শ্রমিক গোলাম সরওয়ার বাপ্পি। বুধবার রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সরওয়ার বাপ্পি তার স্ত্রী লাকি আক্তারকে নিয়ে গোড়াই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। দাম্পত্য কলহের জের ধরে গত ১৩ অক্টোবর রাতে লাকিকে মারধর করেন তিনি।
পরদিন সকালে মির্জাপুর থানা পুলিশ গলায় ওড়না প্যাঁচানো লাকির মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় লাকির ভাই রায়হান বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে বাপ্পি পলাতক ছিল। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, বাপ্পিকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।