চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের বেলাশ্বর এলাকার বাসিন্দা মো. সোহাগ (৩০) হোসেন, মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)। এ ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, তারা ছয়জন দুই মোটরসাইকেল কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস তাদের সঙ্গে থাকা অপর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান তিনি।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, স্থানীয়দের সহায়তায় ঘাতক বাস এবং চালক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।