শাবি প্রতিনিধি

নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ মহান বিজয় দিবস উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ৫০টি ফানুস উড়ানো ও মোমবাতি প্রজ্জ্বলন করে বিভাগ কর্তৃপক্ষ। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মনযুর-উল হায়দার, জাবেদ কায়সার ইবনে রহমান, সেলিম মিয়া, নৃবিজ্ঞান বিভাগ অ্যালমনাই এসোসিয়েশনের সভাপতি অলি হাম্মাদ আহমদ চৌধুরীসহ বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী।

অধ্যাপক আ ফ ম জাকারিয়া বলেন, আজ বাঙালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের অর্ধশতবর্ষ পূর্ণ হলো। আজ বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিন, ১৬ ডিসেম্বরে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। পাকিস্তানি হানাদার বর্বর ঘাতক সেনাবাহিনী অবনত মস্তকে পায়ের কাছে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান)। এই দিনটিকে স্মরণ করতে আমাদের আজকের এই আয়োজন।