নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক বাংলাদেশি যুবকও গুলিবিদ্ধ হন।
শনিবার বিজিবির সহযোগিতায় কোম্পানীগঞ্জ থানা-পুলিশ নিহত বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া, অপর গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছে।
নিহত বাংলাদেশি যুবকের নাম লোকেশ রায় (৩৫)। তিনি কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, উপজেলার কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশে সাদা পাথর এলাকা থেকে বিজিবির সহযোগিতায় লোকেশ রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, লোকেশ রায় ও শৈলেন চন্দ্র নামের দুই বাংলাদেশি যুবক গতকাল শুক্রবার সাদা পাথর এলাকার ভারতীয় অংশে চলে যান। এ সময় তাদের লক্ষ্য করে ভারতীয় নাগরিকেরা গুলি ছোড়ে।
তিনি বলেন, ভারতীয় নাগরিকদের ছোড়া গুলিতে আহত শৈলেন বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসতে সক্ষম হলেও লোকেশের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গুলিবিদ্ধ শৈলেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি কে এম নজরুল ইসলাম বলেন, শনিবার সীমান্তের ১২৫১ নম্বর পিলারের কাছে লোকেশের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। ওসি বলেন, খবর পেয়ে বিজিবির সহযোগিতায় লোকেশ রায়ের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তিনি জানান, লাশটি বাংলাদেশের প্রায় ১০ গজ অভ্যন্তরে পড়ে ছিল। নিহতের কোমরের নিচে ও যৌনাঙ্গে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।