নিজস্ব প্রতিবেদক

বছরের প্রথম দিন পূর্বাচলের নতুন ঠিকানায় শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন।

সরকারি বাসভবন গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত থেকে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ সূচনা করেন। একইসঙ্গে আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য-২০২২ ঘোষণা করেন। এ সময় বাণিজ্য মেলার মাধ্যমে দেশি-বিদেশি বিক্রেতাদের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

কভিড মহামারির কারণে এক বছর ছেদ পড়ে রাজধানীতে জনসমাগমের অন্যতম উপলক্ষ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে এবার মেলা দেখতে যেতে হবে শেরে বাংলা নগরের পুরোনো ঠিকানা থেকে ২৫ কিলোমিটার দূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।
মহামারি পরিস্থিতি বিবেচনায় সীমিত করা হয়েছে এবার মেলার পরিসর। ছোটবড় মিলিয়ে ২২৫টি স্টল-প্যাভিলিয়ন দিয়ে সাজানো হচ্ছে মেলা; যেখানে ২০২০ সালে ৪৫০টি। সর্বশেষ ২০১৯ সালে ৫৫০টি স্‌টল নিয়ে শেরে বাংলা নগরে মেলা বসেছিল। আগের মতো এবারও টিকেটের দাম রাখা হচ্ছে শিশুদের জন্য ২০ টাকা আর বড়দের জন্য ৪০ টাকা।