নিজস্ব প্রতিবেদক

অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে বাজারে বাড়ছে গুঁড়া দুধের দাম। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারের সব দোকানে কোম্পানিগুলোর প্যাকেটজাত দুধ কেজি প্রতি ৫০-৬০ টাকা বেশি দামে বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা জানান, বর্তমানে কেজিপ্রতি গুঁড়া দুধ সর্বোচ্চ ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ৭০০ টাকা।

বিক্রেতারা বলছেন, বর্তমানের প্রায় সব পণ্যের দরে ঊর্ধ্বগতি রয়েছে। তবে সব চেয়ে দাম বেশি বেড়েছে গুঁড়া দুধের। কোম্পানিভেদে কেজিতে ৫০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে গুঁড়া দুধের প্যাকেট। এ ছাড়া খোলা ময়দা, নুডলস, সাবান, তেলের মতো নিত্যপণ্যের দাম রেকর্ড গড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি গুঁড়া দুধ সরবরাহকারী কোম্পানির বিক্রয় প্রতিনিধি জানান, কোম্পানি থেকে তাদের শুধু বলা হয়েছে, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমদানি পর্যায়ে ক্রয়মূল্য বেশি পড়ছে। এ কারণে দাম বেড়েছে। এক সপ্তাহ আগে সর্বশেষ তাদের কোম্পানির গুঁড়া দুধের দাম খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) ৭৯০ টাকা নির্ধারণ করেছে। অবশ্য সেসব প্যাকেট এখনো বাজারে সরবরাহ করা হয়নি। এর অর্থ হচ্ছে, সামনে গুঁড়া দুধের দাম আরো বাড়বে।

শুক্রবার শিশু সন্তানের জন্য গুঁড়া দুধ কিনতে বাজারে আসেন হৃদয়। জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, অফিস থাকায় সব সময় বাজারে আসতে পারিনি। কিন্তু আজকে বাজারে গুঁড়া দুধ কিনতে এসে দেখছি দিনে-দুপুরে চলছে ডাকাতি। প্রতিটি কোম্পানি তাদের প্যাকেট অনুযায়ী গুঁড়া দুধের দাম প্রায় ৪০-৫০ টাকা বাড়িয়েছে। তিনি আরো বলেন, দেশের বাজারের তেলকাণ্ড এখন সবার কাছে স্পষ্ট। সঙ্গে যুক্ত হয়েছে চাল, ডাল, সাবান, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়ার যন্ত্রণা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, দেশের বাজারে নতুন করে যে সব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে আগামী সপ্তাহ থেকে এর কারণ জানার চেষ্টায় আমাদের অভিযান শুরু হবে।