থার্ডআই ডেস্ক
সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন বাবর আজম। এবার আরও একটি পালক যুক্ত হলো পাকিস্তানি ব্যাটারের মুকুটে। গড়েছেন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকার রেকর্ড।
আধুনিক ক্রিকেটের ‘বিগ ফোর’— কোহলি, জো রুট, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসন।
তবে সংখ্যাটা এখন ‘বিগ ফাইভ’ হতেই পারে। যোগ করা যেতে পারে বাবরের নাম।
পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক এখন টি-টোয়েন্টি ও ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আছেন শীর্ষে। ইতিমধ্যে তিনি সবচয়ে বেশি দিন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সিংহাসন দখলে রাখার রেকর্ড গড়েছেন।
১০২৮ দিন ধরে শীর্ষে বাবর। এর আগে রেকর্ডটি ছিল কোহলি ও ইংল্যান্ডের কেভিন পিটারসেনের। কোহলি সিংহাসন দখলে রাখতে পেরেছিলেন ১০১৩ দিন। পিটারসেন ৭২৯ দিন।