থার্ডআই ডেস্ক
অর্থনৈতিক সংকটে থাকা বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের মোট কর্মী সংখ্যার ১৫ শতাংশ ছাঁটাইয়ের কথা ভাবছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ফেসবুক কর্মীরা। ২০০৪ সালে সোশ্যাল মিডিয়া বাজারে আসার পর এতবড় ধাক্কা আসেনি মার্ক জুকারবার্গের কোম্পানিতে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় ফেসবুক কমপক্ষে ১২ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে।
এক বছর আগেই মার্ক জুকারবার্গ ঘোষণা করেছিলেন মেটাভার্স তৈরি করতে ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এখন উল্টো মেটা-র কর্মীসংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি এক সপ্তাহে ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠছে ফেসবুকের বিরুদ্ধে।
সম্প্রতি সম্পত্তির অর্ধেক খুইয়েছেন মার্ক জুকারবার্গ। ফোর্বসের ধনীর তালিকায় তিনি এখন নিচে নেমে ২২ নম্বরে। তারপর থেকেই খরচ কমানোর চেষ্টা করে চলেছে ফেসবুক। ব্যবহারকারীদের তথ্য ফাঁসসহ একাধিক কারণে ফেসবুককে দিতে হয়েছে ৬ মিলিয়ন ডলার জরিমানা। পাশাপাশি কোম্পানির গ্রহণযোগ্যতা নেমে যায়। টিকটকের কাছে ধাক্কা খেয়েছে ইনস্টাগ্রাম।
এমনকি কিছু ফিচার প্রত্যাহার করতে বাধ্যও হয় ফেসবুক। প্রায় ১০ বিলিয়ন ডলার বিজ্ঞাপনও হারাতে পারে ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট সূত্রে খবর, বছর শেষে কোম্পানির কর্মক্ষমতার ভিত্তিতে ১৫ শতাংশ কর্মীকে ছেড়ে দেওয়া হতে পারে।
সম্প্রতি কোম্পানির কর্মীদের সঙ্গে এক বৈঠকে জুকারবার্গ বলেছেন, আশা করেছিলাম আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। কিন্তু তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। তাই আমাদের কিছু পরিকল্পনা নিতে হবে।