ক্রীড়া প্রতিবেদক
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিন পেসার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচটি ১ উইকেটে জিতেছিল টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে দুই দল। স্বাগতিকরা এ ম্যাচে একজন পেসার কমিয়ে শক্তি বাড়িয়েছে স্পিনে।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হয় বেলা ১২টায়।
টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। পেসার হাসান মাহমুদের জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ মিলে একাদশে বিশেষজ্ঞ স্পিনার হলো তিন জন।
ভারতের একাদশে পরিবর্তন দুটি। কুলদীপ সেন ও শাহবাজ আহমেদের জায়গা খেলছেন অক্ষর প্যাটেল ও উমরান মালিক।
সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমেছিল ভারত। ৪১.২ ওভারে ১৮৬ রান করে দলটি। ৭৩ রান করেন লোকেশ রাহুল। সেই ম্যাচে ৫ উইকেট নেন সাকিব আল হাসান। ৪ উইকেট নিয়েছিলেন ইবাদত হোসেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪ ওভার ও ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। খাদের কিনার থেকে ৩৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ।