থার্ডআই ডেস্ক
শক্তিশালী ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পনে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ চার বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
রেটিং সংস্থা ফিচের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে, তাতে ক্ষতির পরিমাণ নিরূপণ করা কঠিন। ইতোমধ্যে দুই বিলিয়ন ডলার পার হয়েছে। এই পরিমাণ চার মিলিয়ন ডলার বা এরচেয়েও বাড়তে পারে।
সংস্থাটি আরো বলছে, বিমাকৃত ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম হবে। সম্ভবত এক বিলিয়ন ডলারের আশপাশে হবে। এর কারণ এই অঞ্চলে বিমা কভারেজ কম।
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু মিছিল থামছেই না। সময়ের সঙ্গে বাড়ছে নিহতের সংখ্যা। ইতিমধ্যে দেশ দুটিতে নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ১৭০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ৩ হাজার ১৬২ জনের মৃত্যু নিশ্চিত করেছে।