নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও বাড়ল জেট ফুয়েলের দাম। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৬ টাকা বাড়িয়েছে। এর ফলে অভ্যন্তরীণ এয়ারলাইনসগুলোকে এখন থেকে প্রতি লিটার জেট ফুয়েল ১১৮ টাকায় কিনতে হবে। গত ২৭ মাসে এ নিয়ে ১৮ দফা জেট ফুয়েলের দাম বাড়াল পদ্মা অয়েল। ২০২০ সালের ডিসেম্বরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৮ টাকা।

স্থানীয় এয়ারলাইনসগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম স্থিতিশীল রয়েছে। এরপরেও অযৌক্তিকভাবে এখানে দাম বাড়ানো হলো। এতে অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের খরচ আরও বেড়ে যাবে। একটি ফ্লাইট পরিচালনার খরচের ৪৬-৫০ শতাংশ খরচ হয় জ্বালানিতে।
দেশের দুটি বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা ও নভোএয়ার সূত্রে জানা গেছে, দেড় বছর আগে একটি অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের দাম ছিল আড়াই হাজার টাকা বা তার কিছু বেশি। তবে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে টিকিটের দাম বেড়েছে দুই থেকে তিন গুণ।