থার্ডআই ডেস্ক
ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ায় ন্যাটোর কড়া সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার রুসি-১ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ন্যাটো অহেতুক ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে।
পুতিন বলেন, পশ্চিমারা মূলত রাশিয়া ভেঙ্গে দেওয়ার পরিকল্পনা করছে। তারা লাখ লাখ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে; এটিই প্রমাণ করে যে, ইউক্রেন যুদ্ধে ন্যাটো জড়িয়ে পড়ছে। তারা পরোক্ষভাবে যুদ্ধ জড়াচ্ছে। কিয়েভ সরকারের অপরাধের সঙ্গী হচ্ছে তারাও।
পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোর একটাই লক্ষ্য। আর সেটি হচ্ছে তারা সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙ্গে দিতে চায়। রাশিয়ান ফেডারেশনকে তারা ধ্বংস করে দিতে চায়। রাশিয়াকে ভেঙ্গে দিতে পারলেই তারা আমাদের তথাকথিত সভ্য জাতি হিসেবে বিবেচনা করবে।
পুতিন বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এটি বাস্তবায়ন করা যে সম্ভব সেটি নিয়ে রুশ প্রেসিডেন্টের কোনো সন্দেহ নেই।