থার্ডআই ডেস্ক
ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনায় একজন নবজাতকসহ ৩০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে ইতালীয় সংবাদ সংস্থা অ্যাডনক্রোনোস। এ ঘটনায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে ক্রোটোন প্রদেশের সমুদ্রতীরবর্তী রিসোর্ট স্টেকাতো ডি কুট্রোর তীর থেকে বেশকিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় ১০০ জন অভিবাসীসহ নৌকাটি তীরে ভেড়ানোর সময় ডুবে যায়।
নৌকাটি কোথা থেকে এসেছে তা এখনো জানা যায়নি। তবে নৌকার যাত্রীরা ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের বাসিন্দা বলে জানিয়েছে ইতালীয় সংবাদ সংস্থা। রুক্ষ আবহাওয়ার কারণে সাগরের পাথরের সাথে ধাক্কায় নৌকাটি ডুবে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহত এবং নিহতদের খোঁজে ইতালীয় কর্তৃপক্ষ অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চালাচ্ছে।
সম্প্রতি ইতালি সরকার অবৈধ পথে আসা অভিবাসীদের আটকাতে কঠোর হচ্ছে এবং নানারকম আইন প্রয়োগ করছে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট অনুসারে, ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।