ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের স্কোয়াডটাই ধরে রাখা হয়েছে।
শুক্রবার ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে এক বিজ্ঞপ্তিতে শেষ ম্যাচের দল জানায় বিসিবি।
এর আগে প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড দেওয়া হয়েছিল। পরে দ্বিতীয় ওয়ানডের আগে শামীম হোসেনকে যোগ করা হয়। তবে শেষ ওয়ানডের স্কোয়াডে শামীম নেই। অর্থাৎ তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড ১৪ জনেই রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে শামীমকে না রাখার কোনো ব্যাথ্যা দেয়নি বিসিবি। বরং দলটাকে ‘অপরিবর্তিত’ বলছে তারা।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারে বাংলাদেশ। একই ভেন্যুতে শুক্রবার ১৩২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করে স্বাগতিকরা।
২০১৬ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ। আগামী ৬ মার্চ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম দুই ম্যাচ হারায় যা এখন শুধুই আনুষ্ঠানিকতা।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।