থার্ডআই ডেস্ক:

নানা বাড়ি থেকে মা বিলকিস বেগমের সঙ্গে বাবাবাড়ি ফিরছিল পাবনার আমিনপুর থানার আহমেদপুর গ্রামের সবুজ হোসেনের দুই শিশু কন্যা- সিনথিয়া (০৬) ও আয়শা (দেড় মাস)।

পথে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সহোদর এই দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে শিশু দুটির মাসহ আরও দুজন।

শনিবার বিকেলে দিকে জেলার পাবনা-নগরবাড়ী মহাসড়কের দারিয়াপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সিএনজি অটোরিকশা চালকের পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

ওসি রওশন জানান, বিলকিস বেগম মেয়েদের নিয়ে সুজানগরের বাবাবাড়ি থেকে আহমেদপুরে স্বামীর বাড়ি ফিরছিলেন। তারা পাবনা-নগরবাড়ী মহাসড়কের দাড়িয়াপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই দুই শিশু ও চালক মারা যান। গুরুতর আহত মা বিলকিস বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় সিএনজির আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।