থার্ডআই ডেস্ক

ইলন মাস্ক টুইটার কর্মীদের উদ্দেশে বলেছেন, তাদেরকে অবশ্যই দীর্ঘ সময় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। অন্যথায় তাদেরকে কোম্পানি ছেড়ে চলে যেত হবে। খবর বিবিসির।
ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, সামাজিক যোগাযোগের এই মাধ্যমটির নতুন মালিক কর্মীদের কাছে একটি ইমেইল বার্তায় পাঠিয়েছেন।

সেখানে তিনি বলেন, ‘কর্মীরা যদি থাকতে চান তাহলে তাদের এই অঙ্গীকারে সম্মত হওয়া উচিত। ’
মাস্ক বলেন, যারা বৃহস্পতিবারের মধ্যে এই অঙ্গীকারে সই করবেন না তাদের তিন মাসের অগ্রিম বেতন দিয়ে বিদায় দেওয়া হবে।
কর্মীদের কাছে পাঠানো মাস্কের ইমেইল বার্তাটি দ্য গার্ডিয়ানও দেখেছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, সাফল্য পেতে হলে অত্যন্ত নিবেদিতপ্রাণ কর্মী প্রয়োজন।

তিনি বলেন, এর অর্থ তীব্র উদ্দীপনায় দীর্ঘসময় কাজ করা। শুধুমাত্র ব্যতিক্রমী কর্মক্ষমতায় সফলতা বয়ে আনবে। কর্মীদের বলা হয়েছে যে, যদি তারা নতুন টুইটারের সঙ্গে পথ চলতে চান তাহলে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে একটি লিংকে ক্লিক করতে হবে।

‘যাইহোক সিদ্ধান্ত আপনার, টুইটারকে সফল করতে আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ’ যোগ করেন ইলন মাস্ক। মার্কিন ধনকুবের ইলম মাস্ক ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেন।

এরপর গত ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে টুইটারের দায়িত্ব নেন তিনি। তারপর থেকেই একের পর এক পরিবর্তন হয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। দায়িত্ব নেওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক।