জাবি প্রতিনিধি
চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সমাবর্তনের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। ফেব্রুয়ারি মাসের প্রথমদিকেই শিক্ষাপর্ষদ এবং সিণ্ডিকেটের সভা হতে পারে। এর আগ পর্যন্ত যাদের ফলাফল প্রকাশ হবে তাদের সবাইকে সমাবর্তন দেওয়া হবে।
সোমবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার এক চিঠিতে সমাবর্তন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করেছেন। চিঠিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হতে পারে।
এর আগে গেল বছরের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সিণ্ডিকেট সভায় সমাবর্তনের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়। এবার স্নাতক-স্নাতকোত্তদের জন্য আলাদাভাবে ২ হাজার ৫০০ টাকা ও একসঙ্গে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর এমফিল ডিগ্রির জন্য ৫ হাজার টাকা, পিএইচডির জন্য ৭ হাজার টাকা এবং বাণিজ্যিক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ৮ হাজার টাকা ফি ধরা হয়েছে।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত সমাবর্তন হয়েছে পাঁচবার। সর্বশেষ ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়।